যে বর্ষণে আত্মা সিক্ত না হলে
জীবন হয় বালুময় মরুভূমি
অপার্থিব সেই বৃষ্টিধারা
সমুদ্রকন্যাদের উষ্ণতায় 'তৃষ্ণার্ত
হাহাশ্বাসে তড়পানো মানুষের পাঁজরে
সুর্য্যের মস্তক ছুঁয়ে বাজে মেরুদণ্ড প্রদর্শনের নাকাড়া
বিক্ষোভের কাল সমুপস্থিত, পুনরুত্থান পতাকা হাতে
মৃত্তিকা নক্ষত্র লীন হয়ে গেছে নীলিমায়
আশ্রান্ত প্রশ্নের স্পর্ধা  তছনছ করে সরলভোর
অরণ্যের গর্ত ,জ্যোৎস্নার দারুণ ঢেউ - মেঘের উপহাসে স্বর্গভ্রষ্ট
মহাবিশ্বের করতালিতে বৃষের বিবাদ, স্বপ্নাচ্ছন্ন মেয়ে কবির অধর
জবাবহীন বহমান কালে, কেউ ঠকায়, কেউ ঠকে
ঘুম ভাঙ্গা ভোরে বৈরিতা নয় ভালোবাসা প্রাপ্য জেনে
শেষহীন অশেষের উপাখ্যানে- আগুন জ্বলে না, দহে
স্মৃতির মেঘলাভোরে আমি আর আসবো না বলে
দিয়েছি উড়াল দশ দিগন্তে মাথা উঁচু করে
শূণ্যতার প্রান্তরে.. ..
               -স্বপ্নময় স্বপন©