প্রশ্নবিদ্ধ চক্ষুদ্বয়
আমি বরাবই হাত বিষয়ক নির্বোধ
দৃষ্টিতে শূন্য সূর্যাস্ত
করোটি প্রান্তরে নর্তকীর শরীরের বর্ষা
জ্যোৎস্নাময় স্মৃতি হাতের তালুতে মড়ক-কবলিত
ক্ষয়িষ্ণু ছায়ার
নগ্ন নির্জন হাত ছুঁয়ে দেয় সত্যবদ্ধ অভিমান
সুষমাচোখে অভ্রবিন্দু
পুরুষ পাঞ্জা আগুন বায়ুর মিশ্রণে পাঠ করে তাম্রলিপি
কবিতা ছোঁয়া একখানি নিটোল হাত  অলিক তন্দ্রায়
হাতের ভেতরে দ্রুত হাত  আততায়ী অবক্ষয়
নিতান্তই দূরত্ব বাড়ায়
যে কবি মানুষদের কবিতা লিখবেন ভেবেছিলেন
সেই হাত ক্রমশঃ নিথর...।
                      -স্বপ্নময় স্বপন©