প্রতিক্রিয়ার কীটতত্ত্ব!
সরল অথচ আশ্চর্য!
বিনিদ্র চোখ,খণ্ড খণ্ড ছায়ামুখ
অনুভবে একাকীত্ব
কখনো সুন্দর কখনো কুৎসিত,
নিজবাসভূমে ব্যক্তিগত ক্লান্তি
কিছু কুঁয়া পেটের অন্দরে
পাক খায় , স্বপ্ন ও প্রজাপতিরা
অন্ধ প্রেমিকের গ্লানি ময়
অজস্র প্রবাসী পঙক্তিমালা
যাপিত জীবনের বৃত্ত ভাঙ্গার মন্ত্র
কবিরাও পতিতাদের মতো
সত্য বলে না
কথার গতিপথ অভিমানী
নগ্নতার সম্পূর্ণ নিরাভরণ
দৃশ্যরা আমার সঙ্গেই থাকে
যা কিছু দৃশ্যমান
সত্ত্বার পূর্ণরূপের নির্মম উচ্চারণ
একাকীত্ব হেঁটে যায়
হিমায়িত অন্ধকারে দিকভ্রম
বৃত্তে বন্দী থেকেই  হৃদযন্ত্রের  জিম্মায়
ভুল সুখে দুঃখেরা অস্থির
অন্ধকারের রোদ্দুরে
জনাকীর্ণ বোধহীন শব্দের সারির
দীর্ঘ লাইনের মধ্যে
চোখের চলিতভাষায় শূন্যহৃদপত্রের
অদ্ভুত কিছু নিঃসঙ্গতার
শূন্যস্থান পূরণ…
          -স্বপ্নময় স্বপন©