রুদ্ধ কণ্ঠস্বর
কণ্ঠনালি ভেদে অসুস্থ কবিতার পাঠাভ্যাস নেয়
স্বার্থপর ঘুম
নিয়ন আলোর মানুষগুলো জমায় আড্ডা উদাসীন সংগমে নির্ঘুম
নেশাগ্রস্ত মস্তিষ্ক
অদৃশ্য জোয়ার ভাটার স্বপ্ন রোমন্থন করে প্রবল ঘোরে
উন্মত্ত  বুক
বৃষ্টির জলে শূন্যে ডানা মেলে অন্ধকারের  মৈথুনের টানে!
মনের ভালবাসা বিক্রিয়া করে নশ্বর দেহের ভেতরে মুখ বুজে
নতঃশির বেঁচে থাকার বিষন্ন আকাশের তীক্ষ্ণষ্ট সব  পতন-প্রার্থনার
শূন্য হাতে….
      -স্বপ্নময় স্বপন©