কুয়াশা কুয়াশা ...
অনন্ত আগুন অনিদ্র চোখ পাথর
হৃদপত্রে নদী
মৃত্যুর পারে জীবনের রৌদ্র
সুতীব্র উল্লাস
দূরগামী আলো, বাতিঘর
কেউ একজন জানতো, বলেনি।
জীবনের শেষ রাত- দীর্ঘশ্বাস
স্বপ্নের মধ্যে পরাণের হাউস
নিগাঢ় অন্ধকারে
বাতিঘর মানুষ!
বুনো নিঃসঙ্গ বৃষ্টির
অনুচ্চারিত ঘুমঘোরে
পলাতক মৃত্যুতে...
ক্রোধে ক্রোধ অর্থহীন বোধ
স্বরবৃত্তে অক্ষরবৃত্তের বাগাড়ম্বর
আমিত্বময়  নির্বোধদের পাল্লায়
উষড় পৃথিবী ধুসর অম্বর
হেলেদুলে ছন্দে  হেঁটে যাওয়ার সুখ
দ্বি-পায়ের দন্দ্বে কি কষ্ট!
বৈদিক যজ্ঞে খোয়াব প্রগতির
নিভৃত দুঃখের মায়ায় ছায়ায়
নষ্ট ইতিহাসের সুখের নীড়
আমি অসহায়!
এ জন্মে আর পরিচয় হলো না
বাতিঘর মানুষের সাথে!
-স্বপ্নময় স্বপন©