ক্ষুধার নজর মৃত্যু সমন
ক্ষুধার থালায় মানব অন্তর
মরে থাকে নিরন্তর
সহস্র কালের ব্যথা নিয়ে
মহাকালের ভেতর
ক্ষুধার্তদের নজরবন্দী
মৃত্যুর ভূগোল
জল দাঁড়িয়ে আছে আমাদের পাশে
অশ্রুসজল!
আকাশ আঙিনার নিঃসঙ্গতায়
আমার শিশিরস্নান
প্রেমহীন অবস্থায় পারস্পরিক সম্ভাষণ
কথা বলি
ঈশ্বর ও আমি
সময় পালটে যাচ্ছে
পৃথিবীর বৃত্তান্ত অনভুত হয়
ভাতের দিকে উড়ে আসা ক্ষুধায়
স্বপ্নেরা ডুকরে ওঠে
কালো মুখে ধুঁকছে চাঁদ, স্বপ্ন ও দুঃস্বপ্নের মাঝে
তবু দ্যাখো,
প্রতুষ্যের সুর্যের দিকে
সবার আগে আমাকেই জানায়
অভিবাদন ...
          -স্বপ্নময় স্বপন©