শব্দের প্রকৃত বোধ যদিও বধির
তবুও থেকে যায় ঋণ
অক্ষরে অক্ষরে তাবৎ ধ্বনির
ভয়াবহ শব্দধূমে
দার্শনিক চোখ দ্যাখে আকাশের তাঁরা...


প্রকাশ্য রাজপথে,ভাড়ার গাড়িতে
নারী আজও ধর্ষিতা হয়
আহ-উহ করা ছাড়া
আমরা কিছুই করিনা
সেই অবসরে পিশাচ স্বাধীন
জাবর কেটে পাপক্ষয়
দিনের পর দিন!


কি দুর্দান্ত মুন্সিয়ানা
বিকিয়ে বিবেক খুঁজি মেরুদণ্ডখানা!


প্রাচীন দৃশ্যকাব্যে
আদ্যন্ত  ব্যূহ চক্র তীর তীরন্দাজ
মুগ্ধ বিস্ময়ে পুরাণের অনুষঙ্গে
শাসন ও শোষণে আখরবিন্যাস


নতুন আলোয় পুরোনো অন্ধকার
সর্পে রজ্জুভ্রম ক্রমে রজ্জুতে সর্পভ্রম!


শ্বদন্তে শ্লেষ নিয়ে আত্মচেতনা
শতাব্দী পুড়ে ছাই প্রতিদিনকার তমসায়
শব্দ জমায় আজব কিসসা
শষ্পমূলে লেখো আয়ু
শব্দহীন শ্বাস শূন্যে স্তব্ধ!
পূত শব্দের শরীরে বিষ্ঠা বমন
অক্ষম পদ্যের পাঁজর
জনশ্রুত লিঙ্গ-লিঙ্গম
অন্ধকারে আবৃত অন্ধকার!
অধুনা দুর্বোধ্য!
ইঁদুরের ধারালো দাঁতের নিচে হেমন্তের ঊষর সঙ্গম!


সর্পতে রজ্জুভ্রমে শব্দ ও বোধিজ্ঞান একাকার!
-স্বপ্নময় স্বপন©