অন্ধ হতে হতে
ডাঙায় ডাঙায়
অনন্ত তমসার সুরভিক্ষা!


আগুনে পুড়ে যায়
আগুনে গলে যায়
আগুনে ঋদ্ধ হয়
সামুদ্রিক বিভ্রমে নাগরিক শয্যা!


দ্রোহী,
চোখের ভেতর অরণ্য-শয্যা
মনের ভেতর ঘাসফুল
অচেনা বন্দরে নীলাঞ্জনা!


সরোজিনীর সারস স্তনযুগল
সৃজনস্বভাবে শ্রাবণস্নায়ুতে
উড়ে
আসে!


কুয়াশার ভেতর সূর্য
জন্ম থেকে
নিসর্গের শ্বাসমূলে
সহস্র তারার সংস্থান
ধারন-অক্ষম!


সূর্যাস্তের স্বেচ্ছা নির্বাসনে
শেষ দরজায় কড়া নাড়া হয়ে গ্যাছে!


নরকের অনন্ত লুব্ধতায়
শয়তান কি এর চেয়ে আরো নিখুঁত
দুর্দশা সৃষ্টির পদ্ধতি উদ্ভাবনে পারঙ্গম?


একরাত্রি জেগে থাকার দামে
ঘাস হতে হতে
অকূল পড়ে থাকে
জলাচ্ছন্ন আঙুলের সমুদয় নিদ্রাক্ষমতা!
- স্বপ্নময় স্বপন©