তুমি কাকে নেবে হে?
নৈঃশব্দের কল্লোল
আমার একমাত্র অবলম্বন
অগ্নিশিখা গায়ে অন্ধ পালকগুচ্ছ
ক্রমশ শিখিয়ে দেয় বিচ্ছিন্ন ঘাসের জন্য
বাকহীন পৃথিবীর পদচিহ্নের কৌশল!


এক একটি দেয়াল
সঙ্গী হয় আমার ভবঘুরে জীবনে
অন্ধকারের ভেতর রাতের অভিজ্ঞতা
শুধুই আমার কাছে এক একটি দীর্ঘশ্বাস
ধোঁয়ার অক্ষরে আমার নৈশঃব্দের মাঝেই
যন্ত্রণার অদ্ভূত বর্ণবিন্যাস ছাইচাপা আগুনে!


আমার নিজের নাম আমি স্পর্শ করি
নিজের অস্তিত্বের কালো আয়নায়
আমি আমিশূণ্য আমার ছায়ায়
দহনচুম্বনে পুনর্বার মাটির ভিতরে মহামারী
তৃষ্ণায় তাড়িত আঁধার,জল,বৃক্ষ,রক্তপাত
তুমি কাকে নেবে-নম্র স্তনের অপার আঘ্রাণে!
-স্বপ্নময় স্বপন©