ΩΩ
মধ্যরাতে জলে ভাসমান একটি ডিঙ্গি
বিশাল বিশাল মথ পোকার ন্যায়
হামাগুড়ি দিতে দিতে ছুঁয়ে থাকে
করোটিবন্ধ আয়ু!

শূন্য বাতাসে ভাসতে ভাসতে
‘টং’ শব্দে ধাক্কা খায় আঁধারের গভীরে সিটবেল্ট বাঁধা
নিঃসাড় নীরবতা
শব্দটা একেবারে টাটকা আর সজীব
সেকেন্ডের কাঁটাগুলির আর ধাবমান বাতিগুলির
জেওগ্রাফিকেল স্পেস উড়াল দেয় পৃথিবীর অন্য কোন স্থানে

হাঁটুর নীচে অন্ধকার নিয়ে
জানালা সকল
এক ক্লান্ত বালিহাঁস
একটা অর্দ্ধ মৃত নদী
ভীষণ ব্যাথিত পাথর
রোদের গন্ধমাখা কোয়ান্টাম জগৎ
জানালার ওপার

জল ও মৃত্তিকার সঙ্গমে
জলের আবেগে
একটি ডুয়েট বাজতেই থাকে
‘আমি শুন্য নই…আমি উন্মুক্ত’

-স্বপ্নময় স্বপন©