আমি উদবাস্তুদের শিবিরে বন্ধি ছিলাম
লুটিয়ে ছিলাম দুঃস্বপ্নের কারাগারে
মরণের আকাঙ্ক্ষায় মরণের ঘরে ;
তুমি বুকের বন্ধ জানালার পাশে
মধু পূজন রচে -
নাম ধরে আমায় ডেকে
করেছিলে আমার ভালোবাসার অমর শরাব পান ।


তুমি আমায়  তোমার প্রেম - অসীম অনুপমের রূপ মেখে
আজ আমার বুকে সমুদ্রের অঘুম হয়ে বাসা বেঁধেছে ;
আমি সহস্র কালের অন্ধকার বয়ে
তোমার পিপাসায় তৃষ্ণায় থেকে
এখন আরও ঘন অন্ধকারে বিদর্ভ নগরে !
জনহীন তপ্ত মরুর সাহারা হয়ে
সৈকতের মতো লীন হয়ে ক্ষয়ে ক্ষয়ে -
তোমার প্রেমের মহা সিন্ধু বুকে লয়ে - বয়ে ,
আমি এখন তোমার পথে দুদন্ড সুখের ঘোরে ।