অন্য এক জগতে আছি - আমার দ্বারে কাছে কেউ নেই
অনেক কালের গল্প এখন
চোখের জল হয়ে শিশিরের মতো টলমল কথা কয় ;
এ নদীর গল্পটা কি ? কখনও কেউ জানেনি ,
শুধু আমি জানি ভিন্নতা - কোনো কালের নাব্যতা ।
তোমার আমার মতো রাত ও জোৎস্না সন্ধি করেছিল
জোৎস্না ছাড়া রাত কোনদিন হাসবেনা বলে -
তবু দেখো ! শেষ রাত অন্ধকারে মেশে নিরুদ্দেশে
দণ্ডাকারণ্যে ভোরের গৌঢ় মুখ পৃথিবীর বুকে হাসে ।


দূর দেশের রূপালী ঝর্ণার মতো ঘুমিয়ে পরেছে পাণ্ডুর নদী ,
তোমার চোখে এক ভরসায় মাঝ সিন্ধুর বানে
আমি শত মরণের পর মরণের যাত্রী ;
আমার বুকের সোনালী হরফ ভালোবাসার গিলাফে মুড়ে
হাজার বছরের অন্ধকারের বুকে আমি পেয়েছি তোমারে ।


নীলাভ চোখের তারায় আমার কাতর শোক
বুনেছে চুল কালো ঘন মেঘের জাল ,
তোমার জন্য শেষ ভরসায় একদিন উড়াবো নিধানের পাল ।
কাঠখোট্টা ঠোঁটের নিচে স্বপনে বেঁচে আছে
পরম আকাঙ্ক্ষার এক অদ্ভুত হিম লেশ ,
ওগো তুমি সেই তুমি সেই কোনদিন নেই তোমার শেষ ।


আমার বুকের ঘরে অক্ষত তুমি - চির অক্ষয় তোমার নাম ,
এমন শত জীবন আমি তোমায় দেব - যাই হোক জীবনের দাম ।