ভোলারাম সরদার, তাকে অনেক দরকার
গ্রামের সে মোড়ল বটে, ৫০০ বিঘা জমি তার
ছেলে থাকে বিদেশে,  ঘরে তার বউ নাই
তাই ঘরে ঝি অনেক, ভোলারামের সেবায়!!


ভোলা রামের গুণের বহর, সবাই তা জানে না
কতিপয় লোক জানে, বাকি সবাই মানেনা
দিনের আলোয় সেবা করে, রুপ কেউ দেখেনি
ভোলারাম ভালো মানুষ,  মুখ কেউ খোলেনি!!


তাকে সবাই মান্যি করে, ভয়ও পাই সবাই
সেবার এক চোরকে সে, দিল এক জবাই
কেই বা তার বিরুদ্ধে যাই, প্রানের মায়া আছে
তাই বলে প্রকাশ্য খুন, ঘটবে এই সমাজে!!


ছোট থেকে আমি চিনি, ভোলা ভারী বদ ছেলে
তাহলে শোন তোরা, বউকে সে চড়িয়েছে শুলে!!
নিজের ছেলে বিদেশে নয়, পালিয়েছে ভয়ে
গ্রামের এরম বহু লোক,পালিয়েছে শয়ে শয়ে!!
যাদের তুই ঝি ভাবিস, তাদের করেছে রানী
এরা যারা দাঁড়িয়ে আছে, কেউ মুখ খোলেনি!!



রচনাকাল:
শুক্রবার
১৪৩০ বঙ্গাব্দ, ২০২৩ সাল
বাংলা-১১ জ্যৈষ্ঠ,তাং-২৬.০৫.২০২৩
স্থান-ঘুনকিয়া(নিজ কুঠির)
সময়-রাত্রি ০৬:৫০ মিনিট