আজ শাকচুন্নির বিয়ে,
তালতালা দিয়ে —
যাচ্ছে বিয়ের দল,
সানাই বাজিয়ে।


নৃত্য করে ভূতের দল,
চল রে তোরা চল চল,
সামনে মোরা যাদের পাব,
তাদের ঘাড় মটকাবো।
আর বেশি নয়, আর বেশি নয়,
এসে গেছি, শ্যাওড়া গাছের কাছে,
আইরে তোরা আমার পাছে।।


বিয়ে হবে শ্যাওড়া গাছের,
ব্রহ্মদৈত্যের সাথে—
মরার খুলি হাড়গোড়,
সবই খাবার পাতে —
রক্ত খাব মাংস খাব,
খুলি দিয়ে ডুগডুগি বাজাবো।


ভূতের আসল বাড়ি পাতালপুরী
বউ নিয়ে যাব বাড়ি।
সঙ্গে নেব শালিকা কিছু,
শালক যাবে পিছু পিছু,
থাকবে সাথে চ্যালা দুই,
তাদের সতীন আড়াই কুড়ি।।


রচনাকাল :
সোমবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-২৮ই জ্যৈষ্ঠ ,তাং-১২.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- রাত্রি ০৯:৪১ মিনিট