কি'রে গধা—
কত বড় স্পর্ধা!
তুই দেখলি নিজের চোখে!
শাক দিয়ে কিভাবে মাছ ঢাকে!!


সব কাজেতেই মাতব্বরি,
যদিও করে বাড়াবাড়ি—
নিজেকে ভাবে মাতব্বর—
লোক লজ্জা দূরে রেখে,
মন কাঁদে না কারো দুঃখে!
অত্যাচারী মোড়ল বর্বর।।


চাইলেও মুখ খুলি না,
ক্ষমতা আছে সেটা ভুলি না।।
চোরকে সে সাধু করে—
গলাই মালা দেয়!
সন্ধ্যা হলেই চোর মন্দিরে—
পায়ের ধুলো নেই।


জানি তিনি মোড়ল বটে,
সব জায়গায় কথা খাটে।
ভুলকে সে ভুল নয়—
ঠিক বলে চালায়,
সত্যিই সে বড়'লোক,
কেউ দেখেনা মোদের শোক!
সবই ভগবানের বালাই।।


রচনাকাল :
শুক্রবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-২৫ই জ্যৈষ্ঠ ,তাং-০৯.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- রাত্রি ০৭:৩০ মিনিট