যদু বাবুর মুখে মধু! দেখলেই বোঝা যায়
অফিসে তে দুচোখ খালি, মেয়ের দিকে চাই!!
কাজ কামে ফাঁকি তার, নাক ডাকিয়া ঘুমায়
তেল দিয়া সে কথা কয়, বসকে বলে ভাই।।
দেরি করে অফিস আসে, এটা গল্প নাকি ভাই?
গল্পের গরু গাছে চড়ে! সত্যি কথা তাই।।


এটা সেটা করে খালি, নানা রকমের খোঁজ!
বোকা বোকা লোক পাইলে, পয়সা কিছু গোঁজ!
উপরি পেলে খুশি হতাম, লাগতো আরো ভালো
কোত্থেকে যে এরা আসে, মেজাজ বিগড়ে দিল!
শান্ত সুরে এবার বলি, অন্তত কিছু দাও।
একেবারেই যদি না দেবে, তাহলে তুমি  যাও।।  


রচনাকাল :
রবিবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-১৩ই জ্যৈষ্ঠ ,তাং-২৮.০৫.২০২৩
স্থান-ঘুনকিয়া(নিজ আবাসন)
সময়- রাত্রি ০৭:১৭ মিনিট