জমিদারের বাড়িতে, মস্ত বড় ভোজ।
পাত পেরেছে গুনিজন, পাড়ার বহু লোক।
দূরে আমি দাঁড়িয়ে থেকে, ভ্যাল ভেলিয়ে চাই,
তারা নানা রকম পঞ্চ ব্যঞ্জন, আনন্দেতে খায়।।


একটু পরে গিয়ে আমি। বলি অন্নদাতা!
অন্ন একটু দেবেন আমায়? ভাবুন আপনার ভ্রাতা!!
আমি হলাম পথের ভিখারি, ভিক্ষা করে খাই!
পঞ্চ ব্যঞ্জন খাওয়া দেখে,আমার খেতে মন চাই।।


ভ্রাতা আমার মরে গেছে! বহু কাল আগে।
কোত্থেকে যে এরা জোটে! আমার কপালে!!
সুস্থভাবে বলি আমি, ভাগ এখান থেকে!
এখনই তুই না পালালে, দারোয়ান ধোলাই দেবে।।


রচনাকাল :
বুধবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-১৬ই জ্যৈষ্ঠ ,তাং-৩১.০৫.২০২৩
স্থান-কান্দি (যশোহরি আনুখা-২ পঞ্চায়েত)
সময়- দুপুর ০২:৩৪ মিনিট