আমার মনের চড়ুই পাখি
উড়ে বেড়াই আজ বসন্তের
নীল আকাশ বেয়ে,
সেথাহতে চলেছে সে
সুখের সন্ধানীতে,
সে কী পারবে?
ছোট্ট একটি জীব হয়ে বেঁচে
থাকতে এই সুবিশাল শুষ্ক জগতে!


জানেনা সে কোথায় গেলে
বাঁধবে সুখের বাঁশা,
তবে,,সামান্য একটু ভালোবাসায়
সার্থক হবে তার আশা।
                    
  কিন্তু হায়!    
          
সে পারল না,
ব্যার্থহয়ে ফিরে আসে ,
ভালোবাসার অভিনয় করে
আঘাত করে তার জীনে।
আর যারা তার বার্থতার কারন হল
তারা ঘুরেবেড়ায় আনন্দে,
কিন্তু, সমাজের অবহেলিত,লাঞ্চিত চড়ুই পাখিটি
তিলেতিলে মরে।।


এটাই কি মানুষের ভালোবাসা নামক প্রকৃত গুন?