কেন তুমি দূরে থাক
তুমি শুধু মোরে আড়াল রাখ
কে তুমি আমায় ডাক
কেন দূরে থাক?


মনে হয় শুধু বারে বারে
তুমি বুঝি এলে মোর ঘরে
সেই রঙিন স্বপ্ন তুমি ভেঙ্গো নাকো
তুমি শুধু মোরে আড়াল রাখ।


ভাবে মাধুরী সুরভী তার মনলয়ে
যপে মৌমাছির সুরে সুর মিলায়ে
অচনের রাজকুমারী
অপেক্ষারত এ-অন্তরে।


তোমারি স্মরণে ক্ষণে ক্ষণে
কত যে সুর জাগে মোর মনে
চোখে মোর নেশার ছবিটি আঁকো,
কেন তুমি দূরে থাক?