মন পাখিরে
ভবের আশা
ছেড়ে দিয়ে
বাঁচরে নিজের
মতোন করে,,
ভব যদি তোরে
আর নাইবা রাখে
কেমনে রবি
এই ভূবনে?
বেঁচে থাক
আপন হয়ে
পর নিন্দা
ত্যাগ করে,
মন পাখিরে
খোলা আকাশে
ডানা মেলে,
যতদিন বাঁচবি
বাঁচ নিজেরে
মতোন করে।।


রবিবার
১৪২৩বাঙ্গাব্দ/২০১৬ সাল
তাং-২৫/০৯/২০১৬, বাংলা-৮ই আশ্বিন
স্থান-ঘুনকিয়া(নিজস্ব বাড়ী)
সময়- ৪:২৬ মিনিট