অবেলার কোন কালো মেঘ আকাশের বুকে দেবে পারি
ঠিক তখনি অচেনা কোন এক কন্ঠস্বর বলে উঠবে....
ষড়ানন তোমার মর্ত্য লোকের দিন ফুরিয়ে এসেছে!
তুমি তোমার জীবনে ঘটে যাওয়া সমস্ত মায়া-মমতা
ত্যাগ করে এখানে চলে এসো।।


বাশঃ জীবন শেষ!আর কিছুই করার নেই
আমাকে আমার মথা নত করে হার স্বীকার করতেই হবে।


হায়! ভগবান! একি করলে তুমি?
ছোট্ট একটা জীবনে এত দুঃখ কষ্ট দিলে!
চলে যখন যেতেই হবে,
তাহলে জীবনপথটা হাসি আনন্দে ভরিয়ে কেন দিলে না
যাতে বাকি পথটা হাসতে হাসতে
জীবনের অন্তিম পর্যায়ে যেতে পারি!


সোমবার
১৪২৩ বঙ্গাব্দ/২০১৬ সাল
তাং-২৬.০৯.২০১৬, বাংলা-৯ই আশ্বিন
স্থান-ঘুনকিয়া (নিজস্ব বাড়ী) মুর্শিদাবাদ
সময়-দুপুর ১:৫৯ মিনিট