(মাননীয় শিক্ষক মহাশয় আমি কিন্তু আপনার হৃদয়ে আঘাত আনার জন্য লিখিনি,তবুও যদি কিছু ভুল-ত্রুটি লিখে থাকি তাহলে মূর্খ্য ছাত্র ভেবে ক্ষমা করে দেবেন,আমি নিঃসংকোচে ক্ষমাপার্থী।)


আমার একজন শ্রী শিক্ষক ছিলেন
নামধারি ছিল তাঁহার সৌমেন রাজ
উচ্চতাই অনেক খানি ছোট হলেও
সমাজসেবা ছিল তাঁর প্রধান কাজ,
তাঁর অনেক নাম ছিল!কেউবা ডাকে
মুন্নাভাই কেউ বা আবার রিন্টু রাজ,
তবে আমি ডাকতাম বড়োভাই,জানি
শুনতে বিশ্রী হলেও মানতো সবাই।


যাইহোক তিনিই আমার শিক্ষাগুরু
আমি ঋণী তাঁরতরে,দিয়েছেন মোরে
অনন্ত শিক্ষা এই মূর্খ্য শুন্য হৃদয়ে,
আমি পারিনি তাহাকে কিছুই না দিতে
শুধু রইল আমার শ্রদ্ধা-ভালবাসা,
তাঁহার শ্রীচরণকমলে গেঁথেদিতে।।


উৎস্বর্গীকৃত
আমার বড়োভাই(সৌমেন রাজ)


মঙ্গলবার
১৪২৩ বঙ্গাব্দ/২০১৬ সন
তাং-২৭.০৯.২০১৬,বাংলা-১০ই আশ্বিন
স্থান-ঘুনকিয়া(নিজ বাসভবন)
সময়-দুপুর ১২:৩৯ মিনিট