সাত রাজার ধন এক মাণিক রে তুই
ধরিয়া জঠরে
দেখাল তোরে পৃথিবীর আলো কত কষ্ট করে।
বুকের স্তন পান করিয়ে
করেছে বড়ো এ-ভূবনে
তারেয় তুই করিস হেলা
মায়ের ঋণ শোধ করে?
শুনে রাখ ওহে মূর্খ সন্তান!
মায়ের ঋণ শোধ হয়না আজীবন
ভেবে দ্যাখ একবার নিঠুরগন,
মা যে হল জগতের সেরা
মায়ের নিন্দা করেন যারা
তারাই প্রকৃত কীট সেরা
এই সুন্দর জগতে।
মা যে হল পূজনীয়
কর শ্রদ্ধা মননীয়

ধন্য তব মানব জীবন করিয়া শ্রবণ
পাপ পূণ্য এজগতে
চলে আসিছে অনন্ত কাল থেকে
,
পিতা-মাতা পূজিত হলে
যেতে হবে না কোন মন্দির মসজিদে
সবই হবে এ-ভব সংসারে
পূণ্যের ফল স্বরূপ যাবি রে তুই জান্নাতে
নইলে পচে মরবি ওই শূন্য নরকে।



রচনাকাল:
শনিবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সাল
বাংলা-৫ই কার্ত্তিক, তাং-২২.১০.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ কুটির)
সময়-সকাল ৭:৪ মিনিট