খোকন সোনা
দেয় হামা
গায়ে তার
নেই জামা,
কাঁদে খালি
হুঁ হুঁ করে
একই সুরে
তাল মিলিয়ে
,
খোকন সোনা
পড়েনা বই
চড়েনা গাড়ী
নাইকো স্বপ্ন
সারি সারি,
খোকন সোনা
নাই কোন স্বাদ
খায় শুধু সে
দুধ ভাত।



রচনাকাল :
১৪২৩ বঙ্গাব্দ/২০১৬ সাল
বাংলা-৭ই কার্ত্তিক,তাং-২৪.১০.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ আবাসন)
সময়-সকাল ৭:০০ মিনিট