ওগো দরদিয়া
করিওনা ভ্রষ্টাচারী আমায়
আমি যে তোমারি প্রিয়া
এখনও ভালবাসি তোমাই,
করেছ ছলচাতুরী
দিয়েছো আঁখি ভরা বারি
করেছো ফুর্তি আমায়
আর দিয়ে গেছ বেশ্যা আপবাদ?
তুমি তো কাপুরুষ শ্রেষ্ঠ!
করেছ প্রেমের অভিনয়
ক্ষণিকের আনন্দের আশায়
কিছুকাল প্রেম বিনিময়?
ছিঃ! তুমি তো মানুষরুপী জানোয়ার
,
ছিল না প্রেমের রক্ত শরীরে
!
যা ছিল সব কাম মোক্ষের অনুরাগ!
ঘৃণিত আমি,আমি এক অবলা নারী
বোঝেনি তোমার প্রেমের অভিনয়,
করজোরে মিনতী করি তোমাই
ওহে মৃতপ্রেমি জানোয়ার!
প্রেমের ফাঁদে খেলেছো যে খেলা
মোর সাথে তা যেন আর কারো সাথে না হয়,
তোমারও ঘরে রয়েছে মা বোন
আছে তাদের মান ইজ্জত!
কি খেলা খেলিছো প্রেমিক স্বার্থান্বেষী তুমি?
তাদেরও যদি মান ইজ্জতভ্রষ্ট হয় এমনি।



(যদি এই লেখাই আমি কিছু ভুল লিখে থাকি বা কারো মানে আঘাত দিয়ে থাকি তাহলে আমায় মার্জনা করিবেন)



রচনাকাল:
মঙ্গলবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সাল
বাংলা-১৫ই কার্ত্তিক, তাং-০১.১১.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ বাসভূমি)
সময়-রাত্রি ৭:১৬ মিনিট