শূন্য এই ভবের খাঁচাই
থাকবি রে তুই একা
ছোট্ট একটা মাটির ঘরে
হইবে রে তোর বাসা রে
হইবে রে তোর বাসা।


এক এক করে ছাড়িয়া যাইবে
থাকবে না পড়ে কেউ
বৃথা আশাই দিন গুনিবি
মরণেরও ক্ষণে গো
মরণও আসিয়া।


যা ছিল সব অন্যের হবে
কিছুই তোর রইবে না
তোর এই খাচা ফেলে
যাবি উড়াল দিয়া রে
যাবি উড়াল দিয়া।


মন পাখি আর চলবে না রে
তোর কথা শুনে
যা কিছু তুই ফেলে যাবি
লইবে অন্য কেড়ে রে
যাবি অন্যের ঘরে।


একা তোকে রইতে
হবে
অন্য অচেনা পুরে
কি জানি তুই করে গেছিস
পাপ পুণ্যের ঘরে রে তুই
পাপ পুণ্যের ঘরে।


শূন্য এই ভবের খাঁচাই
থাকবি রে তুই একা
ছোট্ট একটা মাটির ঘরে
হইবে রে তোর বাসা রে
হইবে রে তোর বাসা।


রচনাকাল:
শনিবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সাল
বাংলা-১৯শে কার্ত্তিক,তাং-০৫.১১.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ কুটির)
সময়-রাত্রি ৭:১৮ মিনিট