তুমি যে কি জিনিস
আমি বুঝাবো কি করে
তোমায় আমি দেখি রোজ
আমার নিশুতি ঘুমের ঘোরে।
অগোছালো চুল নিয়ে আসো পদব্রজে
দেখে যে কি হয় আমার
গা যেন চমকে চমকে ওঠে,
লাল শাড়ি কালো মুখে
কি জেন রয়েছে লালপার কপালে
মনে হয় যেন ভুত পেত্নি
ঘারটি আমার মটকাবে,
দুটি পায়ে ঝুমুরের ঝুনঝুন শব্দে
মনে যেন এই মৃত্যু আমার এলো বলে
নিঃস্তব্ধ রাত্রে নামে এক কালো মেঘের ছায়া

ধির গতিতে আসছে সে আমার পানে চেয়ে
রাম রাম রাম আমি প্রাণে বাঁচি যেন শ্রীধাম।
কিছুক্ষণের মধ্যে মনে হল আমি যেন আছি
বেঁচে
সত্যিয় এ-এক বিভ্রান্তকর স্বপ্ন
মনের ভিতর ধরাস ধরাস করতে প্রভাতকালে শান্তি আসে ফিরে,
আবার ঠিক রাত্রির আবকাশ,জীবন মৃত্যুর লড়াই
এই নিয়েই আমার রোজকার জীবন পারাপার।।



রচনাকাল:
রবিবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সাল
বাংলা-২০ই কার্ত্তিক,তাং-০৫.১১.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ কুটির)
সময়-সন্ধ্যা ৫:৪৮ মিনিট