যখন নাইবা রব সামনে!
আকাশ পানে চাহিয়া থেকো
দেখবে আমায় এক কোনে,
যখন নাইবা রব সামনে!
পুকুর ঘাটে ডুবদিয়া আইসা
যখন নাইবা ঘরে দেখবে,
স্মৃতির ঘোরে মনের তরে
যখন তোমার অশ্রুধার বইবে
ভয় নেই,আকাশ পানে চাইয়া রবে
সেথাই আমায় দেখবে,
যখন নাইবা রব সামনে!
অংশু যদি নিভে যায়
চন্দ্র যদি ঘুমিয়ে পড়ে
তবে কোথায় আমারে খুঁজিবে?
তখন দেখবে তুমি মনের ভিতর
প্রত্যেক শ্বাসে রয়েছি আমি
তোমার অন্তর জুড়ে
যখন নাইবা রব সামনে!


                           উৎসর্গীকৃত:
                   আমার সকল বঙ্গোবাসী


রচনাকাল:
মঙ্গলবার
১৪১৩ বঙ্গাব্দ,২০১৬ সাল
বাংলা-২২শে কার্ত্তিক,তাং-০৮.১১.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ কুটির)
সময়- সকাল ১০:৬ মিনিট