ও মন পাখি রে তুই কেন এত আপন?
তোরে আমি রাখতে চাই আমার সারা জনম!
দিতে চাই মায়ার বাঁধন তোর দুটি পায়
রাখতে চাই মনের খাঁচাই জীবনেরই শাই।
তুই যাবি নাতো উড়ে অন্য কোথাও,অন্য কোন পাড়ে?
যদি হয় এই জীবন শেষ! থাকিস যেন তুই অন্ত জুড়ে।
আমি বাঁচতে চাই অনেক কাল
দেখতে চাই এ-জগতের সুন্দর রহশ্য
রাখতে চাই আমি স্মৃতি অনেক
যদি কখনো প্রমাণ হয় এই মন পাখিটায় ভণ্ড!


রচনাকাল:
সোমবার
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সন
বাংলা-২৮শে কার্ত্তিক, তাং-১৪.১১.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ বাসস্থান)
সময়-সন্ধ্যা ৬:০৩ মিনিট