চারিদিকে যেন হতাশার হাতছানি
কেউ কি দেখেছো চেয়ে
মেঘের গায়েও বেধেছে জীর্ণতার বাসা
সমাজকে নিয়ে যত টানাটানি!
কেউ কি দেখেছো চেয়ে
বন-জঙ্গল কত হচ্ছে নাশ
লালসায় মত্ত মানুষ আজ
মেতেছে কেমন সর্বনাশের আশায়!
কেউ কি দেখেছো চেয়ে
শূন্যতার ফাঁকে ভেসে আছি আজ
না আছে কোন শুদ্ধ বাতাস
তবুও নিত্যনতুন সাজ-পোষাকের বাহার!
তুমি কি দেখেছো নিজ
শ্বাস নিতে কত হচ্ছে কষ্ট
ভাবো কি তুমি পরের দায়?
তুমি তো জগৎ কীট শ্রেষ্ঠ
ভাবনা তো নেই কিছুই
যাক কিছু সব পর ব্যক্তির উপায়!!


রচনাকাল:
১৪২৩ বঙ্গাব্দ,২০১৬ সাল
বাংলা-২৯শে অগ্রহায়ণ, তাং-১৫.১২.২০১৬
স্থান-ঘুনকিয়া(নিজ বাসভবন)
সময়-সকাল ৮:১৭ মিনিট