আমি নিজেও ভালো নয়!
মানুষের প্রকার কয়?
তাহলে আমি কে?
ভেবেছ কি পাছে!
মানুষের মহত্ব কি আছে?


আমি অল্পতে খুজিনা সুখ,
লোকে যদি দেয় দুঃখ!
এই সংসার ভবে,
ছোট-বড় দ্বিধা ভুলে,
কে শ্রেষ্ঠ নিজের কূলে!
এই ভাবনা কার তবে?


মানুষ এখন সব পারে,
কারো ধার ধারে না রে,
লোকে যদি কুৎসা করে,
ইট পাটকেল ছুড়ে মারে।


মানুষ মানেই পাপী লোক,
পায় যত দুঃখ শোক,
সংসার ধামে।
সংসারের গ্যারাকলে,
মানুষ যখন চাপা পড়ে,
ভুলে যাই সৎ-অসৎ।


সবাই যেমন সৎ নয়,
কিছু কিছু অসৎও রয়,
তাদের নিয়ে এই সমাজ,
সৎ কর্ম করে যারা!
সংসারে বড় হয় তারা!
বাস্তবে প্রমাণ আজ।।



রচনাকাল :
সোমবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-১০ই আষাঢ় ,তাং-২৬.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- রাত্রি ০৭:৪১ মিনিট