বিশাল ভীড়ের মাঝেও
চারিদিক নিস্তব্ধ।
ভেসে আসে একটি মাত্র শব্দ।
আরে! আমি তো তাকে চিনি।  
কোথায় যেন দেখেছি? 🤔
তার কন্ঠস্বর আমার খুব চেনা।
তবুও আবছা হাসিমাখা চেহারাটা
লাগছে খুব অচেনা।
মনে হচ্ছে তার চারপাশ,
ঘিরে  আছে শুধু ধোয়া।
চেহারাটাও হচ্ছে না ঠাওর
তবুও.. মনে হচ্ছে সে আমার খুব চেনা।
ধোঁয়াটা ধীরে ধীরে সরে গেলো
আলো এবার তার ধরা পেলো।
তাকে আমি শুধু দেখছি
হ্যাঁ এইতো আমি চিনতে পারছি।
তার সাথে কত কিছুই না করেছি।
তাকে দেখেও দেখেনি, বুঝেও বুঝিনি।
আজ তো তাকে দেখছি...  
কিন্তু ধরতে পারছিনা কেন?
মুখ ফুটে বলেই ফেললাম
আরে এটা তুমি না?
যার সংগে  আমার দেখা হবার কথা ছিলো
তুমি এরকম ধোঁয়ার মাঝে কেন?
লুকোচুরি খেলছো বুঝি
আবার সে চেনা কন্ঠস্বর
সেই চেনা সুর ভেসে আসলো কানে,
এতদিন পর বুঝি পরলো আমায় মনে
কি করিবে বলো হারিয়ে ফেলিবে প্রতিখনে।
   আমি যে আর নেই তোমার পাশে।
   তোমারই অবহেলা আর উদাসীনতায়
   পারি দিয়েছি অচিন কোনে।
  .........  বৃস্টির রিমঝিম শব্দে ঘুম ভাঙলো


  এটা কি কোন দুঃস্বপ্ন ছিলো,
   যাই হোক দিনটা খুবই ভালো।