শুভ্র নিলিমায় নামিলো আধার,
পবনের আঘাতে কাপিছে পাহাড়।
তরুলতা দুলিতেছে কি তার বাহার,
বেলাশেষে মাঝির দেখা মেলা ভার।
কি করে নদী আমি হবো পারাপার।
মাঝি বলে ও মশাই তুমি কোথাকার?
নাও ডুবিয়া গেলে পারো কি সাতার?
না পারিলে আমি যে হবো নাকো পার।
মাঝির কথা শুনিয়া মন হলো ছারখার।
আদৌ কি আমি বাড়ি ফিরিবো আবার।
নিশীথ ভুতুরে রাত হতে দেড়ি নেই আর।
মাঝি বলে ওহে বাছা হও হুশিয়ার।
এতরাতে এইখানে দেখা পাবো কার
দয়া করে ওগো মাঝি করো পারাপার।