গাথা প্রান হৃদয়ভাড়।
মিশে আছে অহংকার।


সম্ভ্রান্ত ছেলে আমি,


আমার সম্ভ্রান্ত পরিবার।
তুই কোথাকার কালো হাবা ছেলে
রুটি খাস বাসি গরম তেলে।
আমি থাকি বিরাট সুখে।
আরাম করি প্রান খুলে।
রাজনিতি আমার পায়ের ধুলো।
আমার কাছে সবাই তুলো।
সব শুনে সেই ছেলে,
ছেরা গেঞ্জি পড়ে বলে
কাঠফাটা রোদে পোড়া
ঘামে ভেজা শরির আমার
কখনও আমি করি নাকো
বাবার অহংকার।
গরিব হওয়াটাতো আজ
নয়তো আমার দোষ।
বিধাতার মর্জি বটে,
তাতে নেই আক্রোশ।
তাই বলে আজ আমি নই ব্যার্থ
বড়লোক বাবা আমার নয় স্বার্থ।
ভেবে দেখো তুমি কে
কি আছে তোমার?
তাকিয়ে দেখো বাবা ছাড়া
তুমি পুরো অন্ধকার।
রেখা যাওয়া সম্পদের ঘটবে অবসান
বেলাশেষে ভাববে তোমার জীবন শশ্মান।
মেনে নিবে হার
মিশে যাবে অহংকার
কালো ছেলেটাই তোমায়
জানাবে ধিৎকার।


     ❝সমাপ্ত❞