ওই পাহাড়টা আমার
ওই যে মেঘের মতো, কুয়াশার চাদর পরা দেহ
যেন সাদাবক ঝাঁকে ঝাঁক নেমে আসে ছলাৎ ছলাৎ
কান্না তো ওখানেই ওঠে খুব জোরে
নেবে তুমি?
গোটা মালভূমি  দিয়ে দেবো, তবে
আমার তৃষ্ণার জল নিতে দিও ঠোঁটে
সুপারী পাতার ফাঁকে,দেবতারু তলে
পাথরের বিছানায় শুতে ;
দিও পরশ সুখের, নিশানায় তাক করা
এক বুক চৈতি রোদের।


ওই যে চলে যায় পরিযায়ী পাখি একঝাক দিগন্তের পারে
ওখানে বসবাস কার?
নিশ্চয়ই ভালোবেসে সুক- সারী পথ হাঁটে
নেবে তুমি সমুূ্দ্র অপার?
মধুমতী দিতে পারি
বয়ে চলে নিরবধি, দ্বিধাহীন হাত বাড়াও তোমার।


ওই পাহাড়টা আমার
স্বপ্নের কাছাকাছি দিতে পারি গোটা দ্বীপ, নেবে তুমি?
সাজানো গোছানো হ্রদ
ভালোবেসে দাও যদি
ঠোঁটের হাসিটা তোমার!


বিরহী পাহাড়ের কোলে, দেহ মেলে গান গাবো
এ জন্মের সাধ মিটাবার।
*****************************
টুঙ্গিপাড়া,