এ জন্মভূমি একটি সকাল " জয় বাংলা"
কাঙ্ক্ষিত স্লোগান
এ জন্মভূমি ভূমিপুত্রের তিনি শেখ মুজিবুর রহমান।
এ জন্মভূমি আর কারো নয়
দেশাত্মবোধ যার
অন্তরে পুষে স্বপ্নদ্রষ্টার মূলমন্ত্র জাগাবার।
গনতন্ত্র, সমাজতন্ত্র, বাঙ্গালী চেতনা
ধর্মের নামে বাড়াবাড়ি নয়, হোক নিরপেক্ষতা।
এ জন্মভূমির হাজার বছর পদ্মা, মেঘনার কূলে
মাঝি মাল্লা, কৃষক, জেলে আরো বারোয়াড়ী মিলে
গড়েছে পতাকা ; একটি ভূবন, একটি আশা, একটি ভাষার গান,
চির নতুনের, চির আনন্দ জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
এ জন্মভূমির ওড়ানো পতাকা, দোয়েলের গান
জনপদে ফেরা আশা
পিতার স্বপ্নে বিভোরিত হোক, দূর হয়ে যাক আঁধার সর্ব্বনাশা
এ জন্মভূমির প্রতি ধূলি বালুকনা,    জলবায়ু, প্রতিজনা
তিরিশ লক্ষ শহীদের ঋণে ঋণী
কোটি মানুষের অগুনতি কষ্টের   ভালোবাসা আর
শ্রেষ্ঠ গুনের গুণী।
এ জন্মভূমি আজন্মকাল  বিপ্লবী চেতনায়
উঠেছে পূবের  সূ্র্যের মতো জ্বলে
এ জন্মভূমি তোমার আমার  হোক সকলের
কাটাই জীবন  এক পতাকার তলে।
******************************
টুঙ্গিপাড়া