নদীর কাছে চাই ঘোলা জলের ঠিকানা
সে নতুন চর দেখিয়ে বলে, দাও ভালোবাসা
বিনিময়ে  যতো আছে তুলে নাও সোনা
এই পললে পুঁতে রাখো অবিশ্বাস্য আগামী
এই আশ্বিন পেরিয়ে কার্তিকের নবান্নকালে
আরো এক স্বপ্ন রোপিত হোক দূর হোক
হৃদয়ের কষ্টের রাজধানী।


মেঘের কাছে চাই শরতের ভেলা,
জ্যোৎস্না ভরা সুদৃশ্য আকাশ।
সে দেখায় সূর্যের আবেগে ফুঁসে ওঠা ঝড়
এলোমেলো অনন্ত দুঃখের নদী
আমি চাই শাপমুক্ত পৃথিবী সবার
ক্ষুধাহীন দুঃখহীন জ্বরাহীন দুরন্ত সংসার।