শুনেছো প্রতিভা ?  হেঁটে হেঁটে কেটে গেলো একসাথে তিরিশ বছর
তারপরও যেতে হবে অনেকটা দূর, অনেকটা পথ
যেইখানে তরুবীথি, ফুল পাখি ফসলের মাঠ মানে প্রেম
যেইখানে আকাশের নিঃসীমতা ছুঁয়ে, মেঘ উড়ে ভালোবাসা জানায় পরশ
যেইখানে অপু আর দুর্গারা ছুটে চলে বাধাহীন
মাঠ শেষে দূরের দেশে।


বিশ্বাসী এক ভরসার মতো হাতে হাত রেখে
চলো যাই সেইখানে ফোটাই পুষ্প শতবার।


দ্যাখোনা, আঁধার রাত্রি  ঢেকে গেছে পৃথিবীর পর
মারী ও মড়কে এসে দিনকে করেছে দুর্দিন
চলাফেরা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে
চেনা দায় আপন আলয়।


কতটা ক্ষীণ হয় মানুষের মন !! হতে পারে কত আর ?
একদিন তুমিও চিনবে কী পাখিদের বাসা,  বাগানের ফোটা ফুলে  ঘুরে ফেরা অলি ?
তুমিও জানবে কী মায়াভরা চোখ আর দ্যাখেনা আকাশ
গুটিয়ে গিয়েছে সব, শামুক আর ঝিনুকের মতো।


চাইনি এমন কিছু। চাইবো না কখনোই আর
আসুক না নির্মল দখনে হাওয়া, মায়াময় রোদের দুপুর, চাঁদের জোছনায় ভেজা তুলো ওড়া মন
সোনা ঝরা সূর্য সকাল!
*****************************
টুঙ্গিপাড়া,