একদিন এখানেও ভালোবাসা ছিলো খুব
ছিলো তীরহারা খরস্রোতা নদী
বাতাসে ফাগুন ছিলো,
ছিলো অন্তরে তোমার বসতি।


একদিন পথের বাঁকে
আড় চোখে চেয়ে ফেরা তৃষ্ণায় ডুবেছি কাতর
পিছু পিছু হেঁটে গিয়ে সবহারাদের নিয়ে
কাটিয়েছি জনম জনম অন্তরের ভেতর।


একদিন সত্যিই ভালোবাসা ছিলো খুব
ছিলো নীলকন্ঠ সোনালী অতীত নিশ্চুপ,
তোমার বাগানে ফোঁটা ফুল
পরিযায়ী সুখ চাষ, আনন্দ ইস্কুল
একদিন সত্যিই ভালেবাসা ছিলো,
ছিলো আমাদের আঙ্গিনায় হাসি ভরা রোদ্দুর


একদিন আকাশ নিকট ছিলো
মেঘ বৃষ্টির কাঁপন ছিলো, ছিলো বিরহ দুপুর
সময়ে বারুদ ছিলো, হৃদয়ে আগুন
একদিন ভালোবাসা ছিলো, ছিলো রঙিন ফাগুন।


ইচ্ছেরা যায়নি চলে অন্যপার
সুখস্বপ্ন, প্রেম, ভালোবাসা জানাবার
যায়নি চলে অতীত অনুভূতি কিংবা শিহরণ
প্রাণ বায়ু থাকে যতক্ষণ
করে যাবো আবেগের তীব্র আন্দোলন।