রূপসা ঘাটে এখনো দাঁড়িয়ে থাকি
পরিচিতরা ভেংচি কাটে
কীসের প্রয়োজনে এখনো ঠায় দাঁড়িয়ে থাকি
অগুনতি মানুষের মাঝখানে রূপসার খেয়াঘাটে?
মনে মনে তাদেরে জানাই," মানুষ খু্ঁজছি,
কোন মানুষের কাছে রেখে যাবো অগোছালো কবিতা আমার, সবুজাভ মন, ফাগুন আকাশ
সে মানুষ খুঁজছি আমি।"


দেখছি চারিদিক, মুখোশের আড়ালে মুখোশ
অসুখের ভেতরে অসুখ, চোখের আড়ালে এক অন্য মানুষ, যেন শস্যহীন প্রান্তর
কার কাছে রেখে যাবো অগোছালো কবিতা বাগান?


জনে জনে আকুল হয়ে জিজ্ঞাসা করি,কোথায় রাখি? কোথায় রাখি আলো আর অন্ধকারের ঘর?
কোথায় পাবো নিরুদ্বিগ্ন কবিতার উপাচার
যদিও শুনতে পাই আঁধার কেটে ওই দূরের রাস্তায়
সে মানুষের বসবাস
যাকে আমি খুঁজি, যে আমার আগামীর আশ্বাস।