যতটুকু গ্লানি ছিল বাকী
সবটুকু আমাকে দিয়ে
তুমি একা চুপি চুপি দোরের কাছে বসে
মিটিমিটি হাসি ছড়াচ্ছ কবিতায়
আমি শুধু গ্লানি ঘাড়ে চেপে
চলে যাবো দূর -- বহুদূরে
যতটুকু বলার আছে -- বলে।


ভাবতে পারো ছিন্ন কবিতায়
ভালেবাসা কেমন করে হয়
ভালোবাসা ভালোবাসাই হয়
দুঃখ যদি ভাগাভাগি হয়।


পরিনামে দুঃখ যদিও আসে
অসময়ে বানের মত ভেসে
এসব কথা হাজার জানো তুমি
তবু স্বজন হলো বড় আপনজন
তাদের কথা ভুলবে কেমন করে
আমাকে তাই ফেললে বহুদূরে
গহীন শীতল তিমির অন্ধকারে।
*******************
রচনা ১৬/০১/২০২০
সোনাডাংগা, খুলনা