অন্য কারো


এলে, রাজ করে গেলে মজলিস
সময়ে তোমাকে গিলে খেলো সময়ের ইবলিশ
তারপর, তারপর ভাবলে না একবারও
চিরকাল সময় তোমার নয় হতে পারে অন্য কারো।


নগদে নগদে


মানুষগুলো মেরে মেরে সুখ খোঁজো ?
সুখ পাবে ? ইহ আর পরজগতে ?
মিথ্যের আলোয় নেচে যতদিন বাঁচো
বাকী নয়, ফল পাবে নিশ্চয়ই নগদে নগদে।


মনপাখি


আক্ষেপের সুযোগ হবে কিনা আর
সেসব কিছু ভেবে দেখো একবার
পাখিগুলি রোজ উড়ে যায়
ফিরেও আসে আপন ডেরায়
মনপাখি হারালে কী ফিরবে আবার?
________________________