আজও বিদ্যালয়ে পতাকা ওঠে, শিক্ষার্থীরা সালাম জানায়। আবেগময় গলায় গেয়ে যায়, "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি--
সামনে দাঁড়িয়ে চোখ মোছে শিক্ষিকা চারুলতা
প্রতিদিন পতাকায় সালাম জানানো কালে হু হু কান্নায় ভিজে যায় চোখ ; নিশ্চয়ই পতাকায় মিশে আছে পিতা, যার স্নেহের হাসি আর কালো চশমায় দুলছে বাংলাদেশ-


আজও পাড়ায় পাড়ায় শিশুদের হুল্লোড় জমে
আজও চরাচরে রাতের জোছনা নামে
আজও উঠোনে বসে দাদাবুজির অপেক্ষা চলে
এইতো সেদিনও এই পথে আসতো শেখ মুজিব
যার নিঃশ্বাসই ছিলো গোটা বাংলাদেশ।


আজও পাড়াগাঁয় বর্ষা নামে, শ্রাবন আসে জোরে-সোরে, আজও নিত্য অভাব কাদামাটি জল অসুখ-বিসুখ ঘরে ঘরে। তবু তড়পাই স্মৃতি, কন্যা হাসিনা আসে কবর জেয়ারতে
যে কিনা, মায়ের মমতা নিয়ে আগলে আছে  বাংলার কুড়ি কোটি সন্তান।  


আজও বাবলু মাস্টার ইতিহাস পড়াতে গিয়ে থেমে যায় করুন কান্নায়, এখানেও একদিন বিকৃত ইতিহাসে নির্বাসিত ছিল মুজিব!
যার গোটা শরীর জুড়ে বাংলাদেশ, যার রক্ত মিশে আছে পদ্মা মেঘনা যমুনার স্রোতে-


হায় আফসোস! তাঁর স্বপ্নের দেশে আজও মানুষ থাকতে পারেনি নুন ভাতে।


জানি শুধু আজ নয়, এই বাংলায় স্বাধীন পতাকা উড়বে উড়াবে বাঙালি যতটাকাল
থাকবে জাগরুক শেখ মুজিব, হবেনা অন্তরাল।
________________________
টুঙ্গিপাড়া,