অনেক স্বপ্ন নিয়ে ফিরেছিলাম
চেয়ে দেখেছিলাম ভূলুণ্ঠিত সবুজ বৃক্ষলতা
গৃহস্থালি, ফসলের মাঠ, গাঁয়ের পথঘাট
দাঁড়ানো আমার মা, শীর্ণকায় বিধবার বেশ।


দেখেছিলাম
শূন্য গোহাল, লুট হয়ে যাওয়া বোনের ইজ্জত
বিধ্বস্ত মানুষ জীবন।


স্বপ্নটা কেবল বেঁচেছিল আকাশ সমান......


তারপর সেই স্বপ্ন ভিটেয়
অনন্তের সিঁড়ি ধরে হেঁটে হেঁটে আজতক
বহু ভোজবাজি খেলতে দেখলাম
পাল্টাতে দেখলাম রাতের আঁধার শেষে
ভোরের সূর্য ওঠার আগেই কারো কারো
ভাগ্য পাল্টে যাচ্ছে ক্রমাগত
স্রোত থেকে, বায়ু থেকেও আগে আগে
চেনা থেকে অচেনা মানুষগুলো
জাবর কেটে পার হয় সুখ।


দেশ স্বাধীন কাকে বলে আমার মত হতভাগ্যরা
আজো বুঝতে পারলো না।
****************************************
টুঙ্গিপাড়া,