চারপাশে এ কি দেখি?  কী বাহারী রূপের বসুন্ধরা
মরি! মরি! কী সুন্দরী!
কত ছবি আঁকা  কত সুধা মাখা
নিখুঁত নিতুই আদিগন্ত এই পরম্পরা।


মন ভরে নেই একান্ত নিষ্ঠায় উবে যাবেনা তো কর্পূরজল!
স্নান সেরে গতরের ওম নেবে নাতো প্রজাপতি দল ?
ওই ফুল ওই দিগন্ত এইতো ফাগুন এ বসন্ত
মিলাবে মিলিবে স্বপ্নের পর
তরুলতা স্নেহ পেলবতা ছড়ায় সুবাস একান্ত আপনার।


সত্যিকারে ভাবি;
আমিও মানুষ, ছিল পূর্ব পুরুষ, সম্মুখে অনাগতরা
বয় বায়ু-নদী, বয় স্রোতধারা, চন্দ্র-সূর্য, কোটি গ্রহ-তারা
কী আমার স্থান, কী আমার আছে ?
মহাকাল, মহান স্রষ্টা আর সৃষ্টির কাছে !!!
__________________________
২৯/০১/২০২০