স্রোত নেই তবু পাড় ভাঙ্গে হৃদয়ের
তবু ভাঙ্গে স্বপ্ন বিকেল
রোদের  কুসুম।

মেঘ নেই তবু মেঘলা জীবন কাটে জীবনের
তবু চলা, মাড়িয়ে কুয়াশার পিচ্ছিল
হিংসার ঘুম।

আলো নেই, তবু চাঁদের জোছনা ক্ষীণতর
ভয়, তবু থাক অভয়ের আদল
আনন্দ মৌসুম।

সুখ নেই, তবু থাক সুখহীন সময়ের
স্মৃতিটুক, তবু হোক অদলবদল
উঠোনের ধুম।
****************************
টুঙ্গিপাড়া,