লাজুক ঘোমটা পরে আছে ধানক্ষেত
আশ্চর্য ঘ্রাণে দুলে ওঠে মন, চোখের তরল
তবু মাঠ ক্রমে ক্রমে বিয়োগ ফসলে
বিষাদের খেয়া ধরে বাবার মতো গেয়ে যায়
ভাঙনের গান
যার হাতে তিলে তিলে আঁকা হতো সবুজ শ্যামল।


কাল আমি বাজাবো দূরের বাঁশি নয়তো বা কেউ
এখানে সরবে ছিল পূবের মানুষ অবয়ব
কেউ নেই আজ, জীবন বসন্ত ঝুলে আছে পাতা ঝরাবার , কত আর খুলে রাখি স্মৃতির দুয়ার


কত কথা বাকি থেকে যায়, কত ইচ্ছে সাধ আহলাদ
কত যে সমর্পিত হই কত প্রতিশ্রুতি ফিকে হতে হতে
চোখে নামে মেঘ
ধানক্ষেত শূন্য হতে হতে বুকের ভেতর বাড়ে উদ্বেগ