স্মৃতি ও তার অম্লমধুর চমক, আবেগ ও তার মোহগ্রস্ত বিস্তার,
শব্দ ও তার উপমা অলংকার
এখন আর শান দিতে পারেনা আকাশ,কিংবা রোদ্দুর
শব্দরা এখন আসেনা চাঁদের জোছনায়, আঁধারের কোল ঘেষে খেলাকরে রূপালি অতীত।
রাতের গহীন, জোনাকির ক্ষীণ আলো, ক্ষয়িষ্ণু চোখ
কতদূর আর দেখাবে সম্ভাবনা?  
মিইয়ে পড়া যৌবনের রক্তরাগ করতে পারেনা নবায়ন টলায়মান শরীর
মেঘলা বিকেল তাই ক্রমশ সূর্যকে আড়ালে রেখে জীবনের সন্ধ্যা নামায়।


জীবনকে দেখে জীবনের ঘাটে ভেসে থাকবার  নিত্য সংগ্রাম দেখে, এই যে প্রতিদিনকার শেখা,
বিপরীতে নতুন পুরোনো আবেগের ছায়াপথে
ধীরে ধীরে অনুজ্জ্বল হয়ে যাবে আমার সৃষ্টির ইতিহাস
তবু ভেতরের অতৃপ্তি আর চাহিদার বাগানে তাকিয়ে দেখি অদ্ভুত সময়ের সাম্পান।
******************************
টুঙ্গিপাড়া,