হেঁটে হেঁটে পার হই নদী
দুঃখ পারিনা পার হতে
কলজে কাঁপে থর থর


মলিন বাতাস, ওড়েনা ধুপের গন্ধ
রাগ কেন পুষে রাখো বুকের ভেতর!


এতো ভালোবাসো ?
পোড় খাওয়া সন্ধ্যার আগে
ইঞ্চি ইঞ্চি জমি চাষ করে কষ্টের
স্বাধীনতা মানে বোঝো
এমন সঘন সন্ধ্যায় আজও ?


এসো সিঁড়ি ধরি আগামীর
দুরন্ত ঘূর্ণিতে ঘুরি উত্তর দক্ষিন
কুড়াই অগুনতি স্বপ্নের বীজ
উপকূলে হানবো আঘাত !!
★★★★★★★★★★★★★★★★
ফেসবুকে প্রকাশ ২৬-০২-২১