আগুন লাগিয়ে থামাতে চাও? থামাও
হয়ত আনন্দ পাবে ক্ষণিক
পুড়িয়েছো হৃদয়, ভিটেমাটি, ভবিষ্যৎ
স্বরূপের ইতহাসও পুড়িয়ে চলেছো এতোদিন
পারলে কি পোড়াতে সত্য চিরন্তন ?
জেনে রেখো, এ বাঙালী প্রমিথিউসের ছাও
সারাক্ষণ পুড়লেও মুহূর্তে জন্মায় পুনর্বার।


রাখতে চাও সরগরম রাজপথ?  রাখো
ধ্বংসের উন্মত্ত আঙুলে কেন ?
ক্ষমতার আশাবাদী হওয়া ভালো
কেড়ে নেবার উদ্ভ্রান্ত ফলাফল ভুলে গেলে?
যেমন করে কেড়েছো অতীতে, চক্রান্ত পন্থায়
তেমন করেই খুইয়েছো সর্বস্ব নিয়তির টানে--


এসো মনের মলিন কুয়াশা করে দূর
ধ্বংস নয়, উন্মত্ততা নয়
সৃষ্টির অনন্য নেশায়
মানুষকে ভালোবাসি মানবিক উচ্চারণে
এসো একসাথে শ্রমের আন্দোলনে গড়ে তুলি
আগামীর স্বপ্ন সোনালি।